এম, এ, রউফ খান রিপন, খুলনা থেকে: | ৩০ জুলাই ২০১৭ | ২:০৬ অপরাহ্ণ
নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় মাত্র এক ফুট জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতেরা স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরস্পর বিরোধী মামলা করার জন্য থানায় হাজির হয়েছেন।
এ পর্যন্ত এ বিষয়ে মোট ৪ টি মামলা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় শলুয়া এলাকার বাসিন্দা রবিউল গাজী (২২) এর সাথে আকলিমা (৪৫) এর পাউবোর মাত্র এক ফুট প্রশস্ত জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে রবিউল এ পর্যন্ত আকলিমার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় ৩ টি মামলা দায়ের করে। বিপরীতে আকলিমাও একটি মামলা দায়ের করেছে। গতকাল আবারো তাদের মধ্যে সংঘর্ষে রবিউলের কোদালের কোপে আকলিমা গুরুতর আহত হয় এবং রবিউলও আকলিমার দায়ের কোপে আহত হলেও আকলিমার পারিবারিক সূত্র থেকে দাবী করা হয়েছে যে রবিউল নিজেই ব্লেড দিয়ে নিজের শরীর কেটে রক্তপাত ঘটিয়েছে।