অগ্রবাণী ডেস্ক | ০১ মার্চ ২০১৭ | ১০:৩৫ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে ৬২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বুধবার উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা নামক স্থানে কুশিয়ারা নদীর বাঁকে পার্শবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করেন।
পরে উপজেলার কালিজুরী গ্রামের আকমল আলী ও অলিউর রহমান মাছটি পাইকারী দরে কিনে বুধবারী বাজারে নিয়ে আসলে সেখানেও লোকদের ভিড় জমে। মাছটির দাম দেড় লাখ টাকা চাওয়া হলেও শেষ পর্যন্ত ৬৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আকমল আলী জানান, কুশিয়ারা নদীতে এ মাছটি ধরা পড়ে। ধর্মঘটের কারণে তারা মাছটি শহরে না নিয়ে স্থানীয় বাজারে তুলেছেন। ধারণা করা হচ্ছে মাছটির বয়স ৫ থেকে ৭ বছর।
এলএস/অগ্রবাণী