
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান শেষ মুহূর্তে নাসিক নির্বাচনে ভোট প্রদান করেছেন। ভোটগ্রহণ শেষে শামীম ওসমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এজন্য ধন্যবাদ দিবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এই এগিয়ে যাওয়া রুখতে দেশে-বিদেশে যড়যন্ত্র হচ্ছে।
আজ রবিবার বিকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ সন্তুষ্ট। তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।
এদিকে, রবিবার বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে আর চলে বিকাল ৪টা পর্যন্ত।
Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar