নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন ২০১৮ | ৯:০৩ পূর্বাহ্ণ
১০ কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। পোলিং এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছেন।
সকালে ভোট দিয়েই এমন অভিযোগ করলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার সকাল ৮ টায় ভোট শুরু হয়। ভোট দিতে সকাল ৮টা ১২ মিনিটে তিনি নিজ বাসভবন সংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে যান।
পরে ৮টা ২৪ মিনিটে তিনি ভোট প্রয়োগ করেন।
হাসান উদ্দিন সরকার বলেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। শেষ পর্যন্ত লড়ে যাব।
তিনি অভিযোগ করে বলেন, রিটার্নিং কর্মকর্তাকে কমপ্লেইন করার জন্য পাচ্ছি না। নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু কোনও কাজ হচ্ছে না।