
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ২৫ জুন ২০২২ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সেতু শুধু সেতু নয়, ইট, সিমেন্ট, কংক্রিটের স্থাপনা নয়, এই সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, এই সেতু আমাদের শক্তিমত্তা আর মর্যাদার প্রতীক।
শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে মঞ্চে ওঠে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই সেতু বাংলাদেশের জনগণের। এই সেতু আমাদের সৃজনশীলতার, সাহসিকতার ও সহনশীলতার প্রতীক।
এদিকে বেলা ১১টা ১২ মিনিটে টোল পরিশোধ করে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উদ্বোধনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।
শনিবার সকাল ১০টায় মাওয়া পয়েন্টে সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিট: জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে যোগ দেবেন তিনি।
দুপুর ১২টা: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিকেল সাড়ে ৫টা: জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar