
| বুধবার, ০৩ মার্চ ২০২১ | প্রিন্ট
অ্যাভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) এটিজেএফবি-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয় আগামী দুই বছর (২০২১-২২) মেয়াদি ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি হয়েছেন-মাসুদ রুমি (কালের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন-রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ-শফিউল্লাহ সুমন (বিটিভি), সাংগঠনিক সম্পাদক-মনজুরুল ইসলাম (বণিক বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক-জুলহাস কবীর (আরটিভি) এবং দফতর সম্পাদক-ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক)।
এ ছাড়া আলতাব হোসেন (যায়যায় দিন), রাশিদুল হাসান ( ডেইলি স্টার ), অাব্দুল্লাহ তুহিন ( যমুনা টেলিভিশন), তাওহীদুল ইসলাম (আমাদের সময়) এবং বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
পেশাদারিত্বের উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশের অ্যাভিয়েশন ও ট্যুরিজম শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটিজেএফবি পর্যটন দিবসসহ বছরব্যাপী নানা ধরনের উৎসব, সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar