অগ্রবাণী ডেস্ক | ০৬ জুন ২০১৭ | ১০:১৭ পূর্বাহ্ণ
ভারতের প্রথম সারির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। এছাড়া তার দুটো অবকাশ যাপন কেন্দ্রেও পুলিশ তল্লাশি চালিয়েছে। আইসিআইসিআই ব্যাংকের আর্থিক ক্ষতির ঘটনায় গতকাল সোমবার এ তল্লাশি চালানো হয়।
এনডিটিভি এ পদক্ষেপকে বাক স্বাধীনতা হরণ এবং অপছন্দের কোম্পানিকে বিপাকে ফেলার চেষ্টা বলে অভিহিত করেছে।
প্রণয় ও রাধিকা রায়ের নেওয়া কয়েক লাখ ডলারের ব্যাংক ঋণে অনিয়মের অভিযোগে একটি মামলা করেছে সিবিআই। ২০০৮ সালে আইসিআইসিআই ব্যাংক এ ঋণ দেয়। এ ঋণেই অনিয়মের অভিযোগ তুলে গত সপ্তাহে সিবিআই মামলাটি করে।