অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০১৭ | ৯:০০ পূর্বাহ্ণ
অবশেষে পানির নিচে ছবি তোলার প্রযুক্তি যুক্ত হলো ওয়াটারপ্রুফ ক্যাট এস ৬০ স্মার্টফোনে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই স্মার্টফোনের পেছন দিকে থাকছে ২৩ মেগাপিক্সেলের এফএলআইআর লেপটন থার্মাল মাইক্রোক্যামেরা।
থার্মাল ক্যামেরা ইউজারকে তার জানালা, দরজার আশপাশের তাপমাত্রা হ্রাসের দিকটি বুঝতে সাহায্য করবে। সংস্থার তথ্য মতে, থার্মাল ক্যামেরা তাপমাত্রা দৃষ্টিগোচর করাতে সক্ষম, যেটা সাধারণত ইউজাররা খালি চোখে দেখতে পায়না।
ওয়াটারপ্রুফ ক্যাটের আরেকটি গুণ এক ঘণ্টায় ৫ মিটার পর্যন্ত ডিভাইসকে পানিতে ডু্বে থাকতে সাহায্য করে। যার ফলে পানির নিচে থাকা অবস্থায় ভিডিও এবং ছবি তুলতে সক্ষম। ফিচারটি কার্যকর করতে ইউজারকে এর নির্দিষ্ট লকডাউন সুইচ সেট করে নিতে হবে।
এছাড়া ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনে থাকছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমের ফোরজি এলটি, এস ৬০ স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রোম।