অনলাইন ডেস্ক: | ১৬ জুলাই ২০১৭ | ২:৪৩ অপরাহ্ণ
এবার মোশাররফ করিম ও মাহিয়া মাহি জুটি বাঁধছেন সিনেমায়। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ফালতু’ নামের একটি ছবিতে মোশাররফ করিম ও মাহিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে।
মোশাররফ করিম বর্তমানে মালয়েশিয়া রয়েছেন। দেশে ফিরলেই সব চূড়ান্ত হবে। ছবির লোকেশন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হতে পারে। শুটিং হবে গাবতলী বাসস্ট্যান্ড, সদরঘাট, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায়। কিছু কাজ হবে বান্দরবানে।
মোশাররফ করিম এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।