অনলাইন ডেস্ক: | ১৪ জুলাই ২০১৭ | ৮:১২ অপরাহ্ণ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৫৭ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ২৩টি বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময় অফিস কক্ষের ফাটল থেকে একে একে ১ থেকে দেড় ফিট লম্বা করে ২৩টি বিষাক্ত গোখরা সাপ বেরিয়ে আসে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে শিক্ষক ও এলাকাবাসী মিলে ওই সাপগুলো মেরে ফেলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নবাব আলী সিকদার বলেন, বৃহস্পতিবার দুপুরে সাপগুলো মারার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে এদিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারে একটি দোকানের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১২টি বিষাক্ত গোখরা। বাজারের নিজাম স্টোরে বৃহস্পতিবার রাতে দেখতে পাওয়া সাপগুলো পরে মেরে ফেলে স্থানীয়রা।
হঠাৎ করেই যেন সারাদেশে গোখরা সাপের বংশ বিস্তার বেড়ে গেছে। গত এক সপ্তাহে রাজশাহী, কুষ্টিয়া, নাটোরসহ দেশের দেশের বিভিন্ন এলাকায় কয়েকশ’ গোখরা সাপ মারা পড়ে মানুষের হাতে।
স্থানীয়দের ধারণা, বৃষ্টির ফলে মাঠঘাটের গর্তগুলো পানিতে ভরে গেছে। এ কারণে সাপগুলো গর্ত থেকে বেরিয়ে উঁচু কোনো স্থানে আশ্রয় নিচ্ছে।