মাকসুদা আক্তার প্রিয়তি | ১১ আগস্ট ২০১৭ | ৭:৪০ অপরাহ্ণ
কোন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে / বিজয়ীদের অনেক অর্থের পুরস্কার দেয়া আমার কাছে বোধগম্য নয় । বিশাল একটা প্ল্যাটফর্ম পাচ্ছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে ? তার চেয়ে মহৎ কাজ হতো যদি ঐ ইভেন্ট অর্গানাইজেশন তাদের প্রতিযোগীদের সহ সরাসরি ঐ অর্থ দিয়ে কোন চ্যারিটি সংস্থা এর সাথে সংযুক্ত হয়ে তাদের সহযোগিতা করা যারা বিভিন্ন সামাজিক কাজে জড়িত সরকারি/ বেসরকারি কোন সংস্থার সাহায্য ছাড়া । আমি জানি, পুরস্কার গুলো স্পন্সারদের দেয়া । জি, আমি তাদেরকেই বলবো, স্পন্সরগন যেন সেদিকেই উদ্বুদ্ধ করেন , অর্থাৎ যাদের খুব প্রয়োজন তাদের জন্য আপনার ব্যবসায়িক অর্থ ব্যবহার করা।
এইটি আপনাদের একটি ব্যবসায়িক দায়বদ্ধতা মনে করা উচিত বলে আমি মনে করি।
(বেশীরভাগ আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা সংস্থা গুলো এইভাবেই কাজ করেন ।)
হ্যাঁ অবশ্যই, বিজয়ীকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে উপস্থাপন করার জন্য তাকে তৈরি হবার জন্য যা যা করনীয় তা করার জন্য সাপোর্ট করুন, যা লাগে দিন । কিন্তু হঠাৎ করে এতো প্রাপ্তি, যেমন বাড়ি , গাড়ী , ফ্ল্যাট ইত্যাদি বড় বড় আর্থিক পুরস্কার , একজন বিজয়ীকে ঝিমিয়ে বা আলসে করে তোলে , এক সময় সে তার নিজের পায়ের নীচের মাটির অস্তিত্ব মাঝে মাঝে ভুলে যায়। স্ত্রাগোল / যুদ্ধ করে তার জায়গা শক্ত করতে শিখান , তাতে সে তার নীচের মানুষকে সম্মান করতে শিখান, যা তার আন্তর্জাতিক পর্যায়ে ও কাজে আসবে।
(কেও যদি মন থেকে ডাউন টু আর্থ না হয়, প্রিটেনড করে হতে পারে না। )
আমার কথাগুলো ইউরোপিয়ান বিউটি প্যাজেনট গুলোর অভিজ্ঞতার আলোকে বলা । ভুল বা অতিরিক্ত কিছু বলে থাকলে মাফ করবেন।
(মাকসুদা আক্তার প্রিয়তির ফেসবুক স্ট্যাটাস থেকে)