আসিফ হাসান কাজল | ১০ জুন ২০১৭ | ১২:৫৩ অপরাহ্ণ
মাগুরা-শ্রীপুর (১)আসনের জনপ্রতিনিধি এটিএম আব্দুল ওহাব মেজর জেনারেল (অব) সাংসদের নিজস্ব বাসভবনে গতকাল ইফতারির অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তামজেল খানের উপস্থিতি অনুষ্ঠান কে প্রানবন্ত করে তুলেন।
আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ১০ জন ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিজ হাতে যাকাতের কাপড় বিতরন করেন।
যাকাতের কাপড় গরীব দু:খীর হাতে পৌছানোর ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে বলেন,ঈদ শুধু মুসলিমদের জন্যই উৎসবের দিন নয়, প্রতিটি বাঙ্গালীর জন্যই প্রাণের উৎসব।
৩০০ জনের উপস্থিতির এ আয়োজনে মাগুরা জেলা ছাএলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তাসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ছাএলীগের নেতা কর্মীরদের হাতে ঈদের উপহার তুলে দেন।