
| শুক্রবার, ২৬ জুন ২০২০ | প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র নারী সংসদ সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কন্যা ফেরদৌসী ইসলাম জেসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তার করোনা পজিটিভের ফলাফল আসে। তার ছোটভাই মেসবাহুল জাকের জংগি এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে গত বুধবার করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে চিকিৎসকরা রিপোর্ট পজিটিভ বলে জানায়।
তিনি বর্তমানে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে অবস্থান করে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা মেডিকেল সেন্টারে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২২ জুন জাতীয় সংসদের ৯০ জন সংসদ সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩৩৮ সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
Posted ১:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar