
| শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
দারুণ জমে উঠেছিল দুজনের জুটি। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর, সব ঠিক থাকলে চলতি মৌসুমেই শেষবারের মতো নেইমার ও কাইলিয়ান এমবাপেকে একসঙ্গে খেলতে দেখবে পিএসজি সমর্থকরা। পত্রিকাটি জানাচ্ছে, এমবাপেকে ধরে রাখতে যেকোনো কিছু করতে রাজী ফরাসি জায়ান্টরা, দরকারে নেইমারকে বিক্রি করে হলেও।
গত বুধবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, ২০২০-২১ মৌসুমের দলবদলে বার্সার প্রথম লক্ষ্য থাকবে নেইমারকে আবারও ন্যু ক্যাম্পে ফেরানো। অন্যদিকে এমবাপের প্রতি অনেকদিন ধরেই নজর আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ভবিষ্যতের মহাতারকা বিবেচনায় ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে দলে টানতে চায় রিয়াল। এমবাপেরও বেশ সায় আছে এ দলবদলে।
দলের দুই সেরা খেলোয়াড়ের দিকে দুই স্প্যানিশ জায়ান্টের এমন লোভাতুর দৃষ্টি দুশ্চিন্তায় ফেলেছে পিএসজিকে। দুজনকে একসঙ্গে ধরে রাখতে গেলে যে আদতে কাউকেই রাখা যাবে না, সেটা বেশ বুঝছে ক্লাবটি। তাই একজনকে ত্যাগ করতে পারে তারা।
এএসের ভাষ্যমতে সেটি নেইমার হওয়ার সম্ভাবনাই বেশি। আরেক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নেইমারকে পেতে অ্যান্টনিও গ্রিজম্যানকে অদলবদল করতে রাজী বার্সা। চলতি মৌসুমে একাধিকবার চোটে পড়লেও বেশ ফর্মেই আছেন ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ১৬ গোল। চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে মূল্যবান অ্যাওয়ে গোলটি তারই করা।
বারবার চোটে পড়া নেইমারের চেয়ে যদিও এমবাপেকেই বেশি গুরুত্ব দিচ্ছে পিএসজি। তার চোট প্রবণতা তুলনামূলক কম। ২৬ ম্যাচে ২৩ গোল করা ফ্রেঞ্চ ফরোয়ার্ড এরইমধ্যে লম্বা রেসের ঘোড়া হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এইজন্যই এমবাপের দিকে এতবেশি নজর রিয়ালের।
এমবাপেকে নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত নতুন চুক্তিতে বসেননি তরুণ ফরোয়ার্ড। গো ধরে বসে আছেন মৌসুম শেষের পর ইউরো ও টোকিও অলিম্পিকে খেলার। তাকে নতুন চুক্তিতে বসানোর জন্য অবশ্য যেকোনো কিছুই করতে রাজী পিএসজি।
Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar