| ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৩ অপরাহ্ণ
ফ্রান্সের জায়ান্ট পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বুরুশিয়ার তারকা আরলিন হালান্ড এখন ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে আলোচিত দুই ফুটবলার। একের পর এক গোল করে তারা আলোচনার তুঙ্গে।
এই দুজনকেই আবার কিনতে চায় রিয়াল মাদ্রিদ। দুই প্লেয়ারও ব্যক্তিগত ভাবে রিয়াল মাদ্রিদে আসতে আগ্রহী। তবে রিয়ালের টার্গেটে থাকা এই দুই প্লেয়ারকেই আবার ছিনিয়ে নিতে পারে বার্সালোনা। অন্তত দলটির সভাপতি প্রার্থী টনি ফ্রেইক্সার কথাতে তেমনটাই ইঙ্গিত।
ফ্রেইক্সা জানিয়েছেন যে যদি তিনি বিজয়ী হন তাহলে প্লেয়ার কেনার জন্য ২৫০ মিলিয়ন ইউরো পাবেন। সেটা দিয়ে কিলিয়ান এমবাপ্পে অথবা আরলিন হালান্ডকে কিনতে পারবেন।
তিনি বলেন, “আমরা বেশ কিছু আলোচনার পর একজন ইনভেস্টরের সাথে একমত হয়েছি যে, যদি আগামী নির্বাচনে আমি বিজয়ী হই তাহলে সে ২৫০ মিলিয়ন ইউরো দিবে যা দিয়ে আমরা প্লেয়ার কিনতে পারব। আমরা দুজন আক্রমন ভাগের প্লেয়ার কিনতে পারব এবং একজন ডিফেন্ডার কিনতে পারব।”