| ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৩৮ অপরাহ্ণ
নতুন তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতিমা তুয্ যাহরা ঐশী। গানগুলো হলো ‘প্রেমোবাঁশি’, ‘আদর করিয়া’ ও ‘বাতাস ভরিয়া’। গানগুলোর কথা লিখেছেন যথাক্রমে মাহমুদ মুরাদ, আব্দুল মুকিত এবং আবুল হোসেন জীবন। এস আই শহীদের সুরে সবকটি গানের সংগীতায়োজন করেছেন সালমান যাইম।
এরই মধ্যে ‘আদর করিয়া’ গানটি আরএম বাউল মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। আর বাকি দুটি কাঙাল মিউজিক এবং লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে। গান তিনটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘শহীদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। এবারের তিনটি গান তিন রকমের হয়েছে। কথা আর সুরের একটা অদ্ভুত মেলবন্ধন আছে।’
গানগুলো প্রসঙ্গে সুরকার এস আই শহীদ বলেন, ‘আগেও আমার আর ঐশীর বেশকিছু গান বেরিয়েছে। ভালো সাড়া পেয়েছিলাম। সে বিষয়টি মাথায় রেখেই আবারও কাজ করা। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
এর আগে ‘মায়া- দ্য লস্ট মাদার’ সিনেমার গানে টাইটেল গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। মাসুদ পথিকের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী।