কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ০৯ জুলাই ২০১৮ | ৪:২৮ অপরাহ্ণ
পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের পিত্তলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঘটনার দিন কৃষক জব্বার গাজীর ১ বিঘার একটি মাছের পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের চাষকৃত রুই,কাতলা, মৃগেল মাছ মারা যায়।
পুকুরের মালিক মনির হাজরা বলেন, পাশর্^বর্তী ফারুক শেখের সাথে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আমাদের ধারনা ফারুক শেখই এই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে।
ফারুক শেখ ব কৃষক জব্বার গাজী বলেন, স্থানীয় মনির হাজরার ১ বিঘার একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে আমি মাছ চাষ করি। রবিবার বিকেলে পুকুরে খাবার দিতে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের যে পরিমান মাছ মরেছে তাতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ওই গ্রামের সেকেন শেখের ছেলে ফারুক শেখসহ ৪জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ফারুক শেখ বলেন, আমি বা আমরা এই মাছ নিধনের সাথে জড়িত নই। আমাদেরকে হয়রাণির করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই শামিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।