
প্রতিনিধি, টুঙ্গিপাড়াঃ | রবিবার, ০৭ জুন ২০২০ | প্রিন্ট
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আজ রবিবার সকাল দশটায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টু্ঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছে জেলা আওয়ামীলগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে ‘৬ দফা দিবস’ পালন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।
Posted ১২:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |