মোহাম্মদ ইকবাল হোসেন, হোগলাকান্দী, কাশিয়ানী থেকে: | ৩১ মার্চ ২০১৭ | ১২:২৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী হোগলাকান্দী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ ৩১ মার্চ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সদস্য গিয়াস উদ্দীন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে দর্শকরা যাতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় উপভোগ করতে পারে সেজন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঘোড়া আসতে শুরু করেছে। আশাকরি ঐতিহ্যবাহী হোগলাকান্দী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কমপক্ষে ১৫-২০ টি ঘোড়া অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের কালিয়া থেকে একটি ঘোড়া এসে পৌঁছেছে।
হোগলাকান্দীর গ্রামের প্রবীণ ও সম্মানীত ব্যক্তি মুহাম্মদ আবুল কালাম মোল্লার (কালা মোল্লা) সভাপতিত্বে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কাশিয়ানী-মুকসুদপুরের সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কাশিয়ানী থানার ওসি থেকে শুরু করে জনপ্রতিনিধিগণও।
উল্লেখ্য, হোগলাকান্দী গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা বহুকাল থেকে হয়ে আসছে। মাঝে কিছুদিন বন্ধ ছিলো। এখন থেকে এটা নিয়মিত অনুষ্ঠিত হবে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সার্বিক ব্যাবস্থাপনা ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজকের অগ্রবাণী।