অগ্রবাণী ডেস্ক | ০৫ জুন ২০১৭ | ১২:৩৯ অপরাহ্ণ
ওমানে তীব্র তাপদাহে চার বাংলাদেশিসহ ছয় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রমজানের প্রথম সপ্তাহে দেশটির রাজধানী মাসকটে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই শ্রমিকদের মৃত্যু হয়। নিহত অপর দুইজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
গত ৮ বছরের মধ্যে এবারই দেশটিতে সর্বোচ্চ গরম অনুভূত হচ্ছে। রমজান মাসের শুরুতেই ওমানের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে। এতে রোজা থাকা অবস্থায় বাইরে কাজ করতে গিয়ে গরমে নাজেহাল হচ্ছেন শ্রমিকরা।
এরআগে গত বছরের রমজানে অতিরিক্ত গরমে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়।