
| বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে নিজেদের মানসিকভাবে এগিয়ে রাখছেন। তার কথায়, ‘ওরা (ওয়েস্ট ইন্ডিজ) একটু হতাশ থাকবে।’
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতে ঢাকায় আসবে ক্যারিবীয়রা। এই সিরিজ দিয়েই করোনা বিরতি কাটিয়ে গত মার্চের পর আন্তর্জাতিক সিরিজে ফিরবে টাইগাররা।
২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় উইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ২-১ এ। টি-টোয়েন্টি সিরিজটা অবশ্য ২-১ এ জিতে নেয় ক্যারিবীয়রা।
তবে বাংলাদেশ এবার দীর্ঘ বিরতিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য করোনার পর মাঠে ফিরেছে গেল জুলাইয়েই। ইংল্যান্ড সফরে যাওয়ার মধ্য দিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে বড় ভূমিকা রাখে দলটি।
তবে ক্যারিবীয়দের সময়টা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্টে দারুণ জয়ের পর দুই টেস্টে টানা হেরে সিরিজ হার। নিউজিল্যান্ডে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার। তা ছাড়া জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলার ধকল রয়েছে। মূলত এ কারণেই উইন্ডিজ কিছুটা পিছিয়ে থাকবে বলে মনে করেন মুমিনুল।
মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে মুমিনুল বলেন, ‘ওরা এর আগে তিন-চারটা সিরিজ (আসলে দুটি) জৈব-সুরক্ষায় খেলেছে । মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। কোনো দল সিরিজ হেরে এখানে এলে এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক।’
জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলাটা সবার জন্যই আসলে কঠিন। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও যা চ্যালেঞ্জিং হবে। যদিও এরই মধ্যে ঘরোয়া দুটি সিরিজ জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
এই চ্যালেঞ্জের ব্যাপারে মুমিনুল বলছেন, ‘এটা তো শুধু আমাদের নয়, বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় সবারই একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে ইতিবাচকভাবে চিন্তা করা ভালো।’
ওয়েস্ট ইন্ডিজ মানসিকভাবে পিছিয়ে থাকতে পারে বললেও দলটিকে সহজেই হারিয়ে দেবেন এমন ভাবছেন না মুমিনুল। বলেন, ‘ওরা টানা সিরিজ হেরে আসছে, কিন্তু তার মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে সবটুকু প্রচেষ্টা দিয়েই খেলতে হবে। সবার ভালো খেলতে হবে।’ যোগ করেন, ‘ইতিবাচক দিক একটাই, ওরা (ওয়েস্ট ইন্ডিজ) একটু হতাশ থাকবে।’
Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar