অগ্রবাণী ডেস্ক | ০৪ মার্চ ২০১৭ | ১:৫২ অপরাহ্ণ
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ‘বলিউড স্বজনপ্রীতির রাজধানী’ এমনই দাবি করে কফি উইথ করণ-এ মন্তব্য করে বলিউডে সমালোচনার ঝড় তুলেছিলেন। কঙ্গনা করণ জোহরকে উদ্দেশে করে বলেছিলেন, তার জীবন নিয়ে ছবি তৈরি হলে করণকে বলিউডের একজন ‘মুভি মাফিয়া’ হিসেবে দেখতে চাইবেন। যারা ফিল্মি দুনিয়ার বাইরে থেকে আসা লোকেদের প্রতি অসহিষ্ণু এবং নাকউঁচু স্বভাবের হয়ে থাকেন।
কঙ্গনার এমন খোঁচা করণ সে সময় হজম করে নিলেও চুপ থাকতে পারেননি তার ছাত্রী আলিয়া ভাট। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলিয়াকে স্বজনপ্রীতির ব্যাপারে প্রশ্ন করা হলে কারো নাম না নিয়ে কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে সরব হয়ে উঠেন এই অভিনেত্রী। এ ব্যাপারে আলিয়া জানান, তারকা পরিবারে জন্মানোর ফলে প্রথমে কিছু সুযোগ-সুবিধে পাওয়া গেলেও পরবর্তীতে একাধিক ছবিতে কাজের সুযোগ পাওয়ার জন্য শুধু পারিবারিক যোগাযোগই যথেষ্ট নয়! অনেকে তারকা-পরিবার থেকে এসে বলিউডে পা রাখেন ঠিকই। কিন্তু দেখা যায়, পরে আর দর্শকমহেল তেমন দাগ রাখতে পারেন না। কারণ দিনের শেষে মানুষ একজন অভিনেতা-অভিনেত্রীকেই দেখেন। তার পরিবারের জনপ্রিয়তাকে দর্শক মনে রাখেন না।
এলএস/অগ্রবাণী