অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০১৭ | ৪:০৫ অপরাহ্ণ
ময়মনসিংহের নান্দাইলে কবুতর নিয়ে ঝগড়ার সময় ছুরিকাঘাতে মামুন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত সোমবার কবুতর নিয়ে আব্দুর রশিদের ছেলে মামুনের সঙ্গে একই গ্রামের সাইফুলের ছেলে রাসেলের ঝগড়া হয়। এক পর্যায়ে রাসেল ধারালো ছুরি দিয়ে মামুনের পেটে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মামুন মারা যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত মামুনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।