
| বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে দুইজন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহন পুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাদল গোমেজের
ছেলে মিলন গোমেজ মিলু অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে বুধবার রাতে নিজ বাড়িতে বিষপান করেন। তার পরিবারের সদস্যরা কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন।
কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
অপরদিকে, উপজেলার পতনউষার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সায়েদ আলী নামে এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার
অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar