
ডেস্ক | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জাল টাকাসহ দুইজনকে আটক করে পুলিশের এলিট ফোর্সটি।
অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার গণমাধ্যমকে জানান, ধানমন্ডি-৭ নম্বরের তিন তলার এই বাসাতে জাল টাকার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। যারা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান।
জব্দ করা জাল টাকাগুলোর ৫০০ শ এবং ১০০০ হাজার টাকার নোট। এখন পর্যন্ত কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে র্যাব।
Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar