
তৌহিদ আহমেদ রেজা | বুধবার, ০১ এপ্রিল ২০২০ | প্রিন্ট
বন্ধ হচ্ছে না নকল ঔষধ ও ভেজাল কারীদের দৌরত্ব। অসাধু চক্র নতুন কৌশল অবলম্বন করে বাজারে ছাড়ছে নকল ও ভেজাল ঔষধ।
সারা বিশ্বের নামকরা চিকিৎসক ও বিজ্ঞানিরা যেখানে করোনার কাছে অসহায়। সেখানে সাভারের জার্মান হোমিও হলের চিকিৎসক ডা. রোমান আল মামুন করছেন করোনাভাইরাসের ঔষধ আবিষ্কারের নামে প্রতারণা। ব্যানার লাগিয়ে করোনাভাইরাসের ঔষধ বিক্রি করছে দেদারছে।
সাভারের জার্মান হোমিও হল নামে ওই ঔষধের দোকান করোনাভাইরাসের ঔষধ বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এ বিষয়ে জার্মান হোমিও হলের চিকিৎসক ডা. রোমান আল মামুন বলেন, আমি করোনাভাইরাস প্রতিরোধে হোমিও ঔষধ আবিষ্কার করেছি। তার দাবি এই ঔষধ করোনা প্রতিরোধে কাজ করবে।
এ বিষয়টিকে প্রতারণা হিসেবে দেখছেন সাভারের চিকিৎসকরা।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar