
| বুধবার, ০৪ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস থেকে সুরক্ষায় করমর্দন (হ্যান্ডশেক), চুম্বন এবং আলিঙ্গন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউিএইচও)। এমন পরিস্থিতিতে এগুলো এড়িয়ে চললেও অভিবাদন জানাতে ভিন্ন পথ খুঁজে নিয়েছে চীনের মানুষ।
অভিবাদন জানাতে হ্যান্ডশেকের পরিবর্তে ফুটশেকের প্রচলন করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা পরিচিতি পেয়েছে ‘উহান শেক’ ট্রেন্ড নামে। কারণ, করোনার উৎপত্তি চীনের উহান প্রদেশ থেকে। এ সংক্রান্ত কিছু ছবি-ভিডিও-ও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি তারই এক রাজনৈতিক সতীর্থের সঙ্গে ফুটশেকে ব্যস্ত। সেটিকে উপভোগও করছেন তিনি।
ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে: চীনে মুখে মাস্ক পরা এক ব্যক্তি নেমে এসেছেন মাইক্রোবাসের দরজা খুলে। তাকে স্বাগত জানাতে হাত বাড়িয়ে দিয়েছেন আরেক লোক। কিন্তু নেমে আসা লোকটি হাত মেলালেন না, বরং বাড়িয়ে দিলেন পা। এটাই ‘ফুটশেক’।
Posted ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar