
ডেস্ক | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসে থমকে গেছে ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গন থেকেই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হতে পারে। এর ভ্যাকসিন আবিষ্কার করেছে জার্মান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিউরভ্যাক, যার প্রধান বিনিয়োগকারী ডিয়েটমার হপ আবার বুন্দেসলিগা ক্লাব হফেনহেইমের মালিক। তিনি জানালেন, প্রস্তুত হয়ে গেছে ভ্যাকসিন। এখন বাকি ক্লিনিক্যাল ট্রায়াল, সব ঠিক থাকলে তা হাতের নাগালের আসবে বছরের শেষভাগে।
কবে নাগাদ ভ্যাকসিনটি পাওয়া যাবে প্রশ্নে হপ বলেছেন, ‘এটা নির্ভর করছে পল-আহরলিখ ইনস্টিটিউটের (জার্মান ভ্যাকসিন প্রতিষ্ঠান) ওপর। প্রথমে এটি কোনও প্রাণীর দেহে পরীক্ষা করা হবে, তারপর মানুষের শরীরে। আমি মনে করি সংক্রমণের পরের ধাপে পৌঁছানোর আগেই, মানে শরতের মধ্যেই পাওয়া যাবে।’
হপের প্রতিষ্ঠানের ভ্যাকসিন আবিষ্কারের পর থেকেই এনিয়ে চলছে তুমুল আলোচনা, যার কেন্দ্রে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান সংবাদপত্র ডাই ভেল্ট’র দাবি, বিপুল অর্থ দিয়ে ভ্যাকসিনটির স্বত্ব যুক্তরাষ্ট্রের করে নিতে চেয়েছিলেন তিনি। ট্রাম্পের উদ্দেশ্য ছিল, ভ্যাকসিনটি ব্যবহারযোগ্য হলে সবার আগে তা কেবল আমেরিকানরা পাবে।
তবে হপ এ ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভ্যাকসিনটি সবার সুরক্ষায় ব্যবহার করা হবে, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন প্রস্তুতে আমরা যদি শিগগিরই সফল হই, তাহলে সেটা সারা বিশ্বের মানুষের সুরক্ষায় ব্যবহার করা হবে, কেবল একটি অঞ্চলের জন্য নয়।’
Posted ৭:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar