
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | প্রিন্ট
ফ্রান্সের বিলাসবহুল ফ্যাশন হাউজ লুইস ভুটনের আমন্ত্রণে চলমান প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা ছিল বলিউড ডিভা দীপিকা পাডুকোনের। আজ মঙ্গলবার (৩ মার্চ) সেই আয়োজনের শেষ দিন। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্যারিস সফরের পরিকল্পনা বাদ দিয়েছেন দীপিকা।
করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্ক অভিনেত্রী দীপিকার মুখপাত্র জানিয়েছেন, লুইস ভুটনের ফ্যাশন উইক ২০২০ এ যোগ দেওয়ার জন্য প্যারিসে যাওয়ার কথা ছিল দীপিকার। কিন্তু ফ্রান্সে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে, এই খবর প্রকাশের পর দীপিকা তার ট্রিপ বাতিল করতে বাধ্য হয়েছেন।
এদিকে চীনা স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাড়িয়েছে প্রায় ৩হাজার ১২৫জন। এছাড়াও এখনো এই মরণব্যাধিতে আক্রান্ত প্রায় ৯১হাজার জন। ফলে বিশ্বজুড়ে এখন ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস।
বর্তমানে দীপিকা ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘৮৩’ নিয়ে। ছবিটিতে তাঁকে দেখা যাবে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে। এছাড়াও হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে দীপিকাকে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar