
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক সূত্র জানায়, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে শনিবার (১৪ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলন করে জানান, দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে গতকাল রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেবে শিক্ষা মন্ত্রণালয়। ওই ঘোষণার একদিন পরেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar