
| সোমবার, ২২ জুন ২০২০ | প্রিন্ট
নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
রোববার (২১ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে ঢাকার বাসায় ফেরেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন।
জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ঠাণ্ডা ও সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।
গত ১৩ জুন রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। তার আগের দিন তাদের শরীরে করোনা শনাক্ত হয়।
Posted ১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar