| ২০ জানুয়ারি ২০২১ | ৫:১৩ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, যুবলীগ চেয়ারম্যান কিছুটা জ্বর অনুভব করায় মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে মঙ্গলবার রাতেই পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, পরশ ভাইয়ের অন্য কোনো উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো। তবে নিশ্চিত হওয়ার জন্য আজ (বুধবার) আবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতে আইসোলেশনে আছেন।