
ডেস্ক | শনিবার, ২৮ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের ম্যানচেস্টার হাসপাতালে সাঈদ হোসেন জসিম (৬৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম।
তিনি ইতালির মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতি। এ নিয়ে যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
লন্ডনে প্রবাসী বাংলাদেশিরা জানান, জসিম দীর্ঘদিন ধরে ইতালি ছিলেন। এরপর কয়েক বছর ধরে লন্ডন চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সপরিবারে লন্ডনের ম্যানচেস্টারে থাকতেন। এর আগে তিনি দীর্ঘদিন ইতালির মিলানে ব্যবসা করতেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দেশের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীর হাটে।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar