
| বুধবার, ০৩ জুন ২০২০ | প্রিন্ট
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের। একইসঙ্গে দেশে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৯ জনের, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের স্থান প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের, বাসায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar