
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
নোভেল করোনা আতঙ্কে তটস্থ গোটা বিশ্ব। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে মারাত্মক এই ভাইরাসের শিকার হচ্ছেন কোনও না কোনও ব্যক্তি। বিশ্বজুড়ে ১,৩৪,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ডিসেম্বরে চিনেই এই ভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসের এপিসেন্টার হিসেবে প্রতিবেশী দেশকে রীতিমতো তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিওবার্তায় নোভেল করোনা ভাইরাসের কারণ হিসেবে চিনকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। চিনা নাগরিকদের প্রতি ক্ষোভের সুরে শোয়েব বলেছেন, ‘আমি বুঝতে পারি না তোমাদের কেন বাদুড়ের মতো প্রাণীর রক্ত খেতে হয়? এসব প্রাণীর রক্ত, মূত্র বিশ্বজুড়ে একাধিক ভাইরাসের জন্ম দেয়। চিনের মানুষরা পৃথিবীকে মৃত্যুপুরী বানিয়ে তুলেছে। আমি সত্যিই বুঝতে পারি না কীভাবে তোমরা বাদুড়, কুকুর, বিড়াল খেতে পার? আমি চিনের মানুষের উপর ভীষণ ক্ষুব্ধ।’
তবে চিনের মানুষের বিরুদ্ধে তিনি নন। বরং প্রাণীদের নিয়ে চিনের যে সকল আইন রয়েছে টিনি তার বিরুদ্ধে। জানিয়েছেন শোয়েব। প্রাক্তন স্পিডস্টারের কথায়, ‘আমি চিনের মানুষের বিপক্ষে নই, কিন্তু প্রাণীদের নিয়ে তাদের যা আইন রয়েছে আমি তার ঘোর বিরোধী। হতে পারে এটা আপনাদের সংস্কৃতি কিন্তু এই সংস্কৃতির কারণে আজ বিপন্ন মানবজাতি। আমি চাইনিজ বয়কট করতে বলছি না কিন্তু অবশ্যই সঠিক আইন প্রণয়নের প্রয়োজন। তুমি সমস্ত জিনিস ক্ষেতে পারো না।’
নোভেল করোনা ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে বন্ধ প্রায় সমস্ত স্পোর্টস ইভেন্ট। ভারতের মাটিতে পিছিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। স্থগিত রাখা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান-ডে সিরিজ। এমন সময় ফাঁকা গ্যালারিতে পাকিস্তানে চলছে পিএসএলের দ্বিতীয় সংস্করণ। যা নিয়েও বেজায় ক্ষুব্ধ আখতার।
Posted ৯:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar