
ডেস্ক | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
চীনে মহামারী রূপ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিন লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাওয়া বহু চিকিৎসাকর্মীও রেহাই পাননি করোনাভাইরাসের হাত থেকে।
চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১ হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৩ জনে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৬ হাজার ৪৯২ জন।
এদিকে, জাপানের উপকূলে অবস্থান করা লাক্সারি ক্রুজ ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। সূত্র: দ্য স্টেট জার্নাল রেজিস্টার
Posted ২:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar