
ডেস্ক | রবিবার, ২২ মার্চ ২০২০ | প্রিন্ট
অন্যদের মতো ‘সুপারম্যান’ও নিজের ঘরে দিন কাটাচ্ছেন। করোনাভাইরাসের কারণে স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দী করেছেন ‘সুপারম্যান’ তারকা হেনরি কেভিল।
অন্যদের মতো তারকারা বাড়িতে বসে কাজ করতে পারেননা। তাদের স্ক্রিপ্ট লাগে, শুটিং সেট লাগে, সহ-শিল্পী লাগে, ক্যামেরা লাগে। হলিউডের সব ধরণের শুটিং আপাতত বন্ধ। আর তাই ঘরে বসে একঘেয়ে দিন কাটছে তারকাদের।
হেনরি কেভিল অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন। বেকিং স্কিল আরেকটু ভালো করার পরিকল্পনা করেছেন এই তারকা। ইনস্টাগ্রামে নিজের বেক করা কিছু সুস্বাদু খাবারের ছবিও শেয়ার করেছেন তিনি।
‘জাস্টিস লিগ’ ছবিতে সুপারম্যান চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল হেনরি কেভিলকে। করোনাভাইরাসের কারণে অবসরে যাওয়ার আগে তিনি ‘দ্য উইচার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।
Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar