
ডেস্ক | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | প্রিন্ট
হলিউড থেকে প্রথমে অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস এবং তার অভিনেত্রী স্ত্রী রিটা উইলসনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর করোনায় আক্রান্ত বলে জানান জেমস বন্ডের নায়িকা ওলহা কোরেল্যাঙ্কো। এবার জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন হলিউডের আরেক তারকা ইদ্রিস এলবা।
টুইটারে স্ট্যাটাস দিয়ে অভিনেতা নিজেই এ কথা জানান। বলেন, তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। তার শরীরে কোনো ব্যথা, যন্ত্রনা বা উপসর্গ প্রথমে ছিল না। কিন্তু মাঝে মধ্যেই অস্বস্তি হচ্ছিল। যার জেরে করোনা পরীক্ষা করান তিনি। এরপরই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।
বিষয়টি জানার পরই আইসোলেশনে চলে যান ইদ্রিস এলবা। তার মাধ্যমে যাতে নভেল করোনাভাইরাস আর ছড়াতে না পারে, সেই প্রস্তুতি নিয়েই কোয়ারেন্টাইনে চলে যান বলে তিনি জানান।
দ্য ডার্ক টাওয়ার, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-খ্যাত এই অভিনেতা পরামর্শ দেন, কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত হবেন না। চিকিতসকের পরামর্শ অনুযায়ী চললে, সুস্থ হয়ে ওঠা যাবে। নিজেকে পরিষ্কার রাখুন, সময় মতো হাত পরিষ্কার করুন এবং চিকিতসকের পরামর্শ মেনে চলুন।
Posted ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar