
ডেস্ক | সোমবার, ২৩ মার্চ ২০২০ | প্রিন্ট
দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭-৮ দিনের মধ্যে দেশে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে। নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে তিনি একথা বলেন। তারও আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় তিনি দেশবাসীকে দিক নির্দেশনা দেবেন।
Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar