
| মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | প্রিন্ট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা মারা গেছেন।
সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুধাংশু কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি ২৭তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকাতে কর্মরত ছিলেন। তিনি গত ১৪ মে সর্বশেষ অফিস করেন। এরপর তার জ্বরসহ করোনাভাইরাসের আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।
উপ কর কমিশনারের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। করোনায় বিসিএস (কর) ক্যাডারের চৌকষ, দক্ষ, নিষ্ঠাবান ও অত্যন্ত মেধাবী কর্মকর্তা সুধাংশু কুমার সাহার বিদেহী আত্মার পরম সুখ-শান্তি কামনা করেছেন তিনি।
Posted ৬:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar