
ডেস্ক | মঙ্গলবার, ০২ জুন ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল আরো একজন চিকিৎসকের। তার নাম মনজুর রশীদ চৌধুরী। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট। অবসরের পর তিনি ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে রোগী দেখতেন।
মঙ্গলবার ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক জানান, ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. মনজুর রশীদ চৌধুরী।
তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পনসিবিলিটিস (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।’
বিএমএর তথ্য বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।
চিকিৎসক মনজুর রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চিকিৎসকদের সংগঠন এফডিএসআর।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |