
ডেস্ক | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | প্রিন্ট
ভারতে করোনাভাইরাসে প্রাণ নিল পঞ্চমজনের। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক পাঞ্জাবের পর জয়পুরে মারা গেছে একজন। তবে জানানো হয়েছে জয়পুরে মৃত ব্যক্তি ইতালীয় পর্যটক।
শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জন। যাদের মধ্যে ১৫ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। তবে এর মধ্যেই আরও একজনের প্রাণ কেড়ে নিল করোনা। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। পাঞ্জাব সরকার ২০ জনের বেশি মানুষের একত্রিত হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইতালীয় হলেও ভারতে এসেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে পাঞ্জাবে এক ৭০ বছরের বৃদ্ধ আক্রান্ত হয়েছিল করোনাভাইরাসে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জনতা-কার্ফু’জারি করেছেন। রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা-কার্ফু’জারি থাকবে বলে জানিয়েছেন মোদি। দেশের মানুষের সুরক্ষার জন্য কেন্দ্রসহ দেশের সমস্ত রাজ্য একাধিক সতর্কতা জারি করেছে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar