
ডেস্ক | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | প্রিন্ট
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।
দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস। একইসঙ্গে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।
চীনের উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৭৯টি দেশে। আর প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar