
ডেস্ক | বুধবার, ১৮ মার্চ ২০২০ | প্রিন্ট
অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফেরা ৩০ জন বিচারক হোম কোয়ারেন্টাইনে আছেন। অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে গত ১৫ মার্চ দেশে ফেরার পর থেকেই তারা নিজ নিজ বাসায় ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে (গৃহ অন্তরীণ) গিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।
আইন মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরো জানান: ৩০ জন বিচারক গত ২৯ ফেব্রুয়ারি ট্রেনিংয়ের উদ্দেশে অস্ট্রেলিয়ায় যান। এরপর আইন মন্ত্রণালয় থেকে এদের জানানো হয় যে, করোনার প্রেক্ষাপটে দেশে এলেই যেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে যান। সেই অনুযায়ী ১৫ মার্চ দেশে ফেরার পর বিচারকেরা হোম কোয়ারেন্টাইনে আছেন।
Posted ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar