
ডেস্ক | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | প্রিন্ট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর সংক্রমণে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে তিন অস্ট্রেলীয় নাগরিক। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য ইংল্যান্ডের ক্রিকেটাররা করমর্দন থেকে বিরত থাকার ঘোষণা দিলেও এর বিপরীত অবস্থানে নিয়েছে অস্ট্রেলিয়া। অজি ক্রিকেটাররা মাঠে করমর্দন অব্যাহত রাখবে বলে আজ জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
এই ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে ক্রীড়া ইভেন্টগুলো। কোন কোন খেলা বাতিল হচ্ছে আবার কিছু কিছু আয়োজিত হচ্ছে রুদ্ধদ্বারে। বিশ্বব্যাপী এমন এক পরিস্থিতির মধ্যেই শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে অজিদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ল্যাঙ্গার বলছেন এ সিারজ চলাকালে তারা মাঠে বা ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে মেলামেশার বর্তমান রীতির কোনো পরিবর্তন ঘটাবেন না।
দক্ষিন আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর অস্ট্রেলীয় কোচ সোমবার ক্রিকেট ডট কম ডট এইউকে বলেন, ‘না, আমরা করমর্দন অব্যাহত রাখব। অস্ট্রেলিয়ার সরঞ্জামে প্রচুর পরিমানে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। আমি নিশ্চিত আমরা করমর্দন অব্যাহত রাখব।’
তবে এর আগে গত সপ্তাহে ইংলিশ অধিনায়ক জো রুট বলেছিলেন শ্রীলঙ্কা সফরকালে তার খেলোয়াড়রা করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্কতার আশ্রয় গ্রহণ করবেন। তিনি বলেন, ‘আমরা করমর্দন থেকে বিরত থাকব। ব্যাকটেরিয়া নিরোধক দিয়ে নিয়মিত হাত ধুয়ে নেব। আমাদের কাছে ব্যাকটেরিয়া নিরোধক জেলও থাকবে।’
Posted ৫:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar