
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসে কারণে সারা বিশ্বে আতঙ্ক মানুষের চোখেমুখে। শোবিজ অঙ্গনেও এর প্রভাব চোখে পড়ার মতো। অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসনের করোনায় আক্রান্তের খবর প্রাকাশের পর বেশ শোরগোল শুরু হয়েছে। এই খবরের পর তারকারা আগের চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করছেন।
এদিকে করোনা আতঙ্কে কাবু বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় নয়। করোনা থেকে বাঁচতে একে অপরকে নমস্কার জানান।
শুধু প্রিয়াঙ্কা চোপড়া নন, করোনা থেকে রক্ষা পেতে এর আগে নমস্কার করে অভিবাদন জানানোর কথা বলেছেন সালমান খান এবং অনুপম খেরসহ আরো অনেকেই। করোনা আতঙ্কে এরইমধ্যে ভারতীয় বেশকিছু সিনেমার শুটিং বাতিল হয়েছে। এমনকি সিনেমা মুক্তির দিন পেছানো হয়েছে।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar