
ডেস্ক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সরকার চীনসহ চারটি দেশের সব ধরনের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে সরকার চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানের সব রকম ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন হলে অন্য দেশের ভিসাও বন্ধ করা হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের কারণে করোনাভাইরাস নিয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে। এই ভাইরাসে মৃত্যুর হার যৌক্তিকভাবে কম।
এ সময় বিদেশে থাকা বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা যে দেশে আছেন সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন।
Posted ৮:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar