
| মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | প্রিন্ট
চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৫০) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপ-পরিদর্শক জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, কয়েকদিন ধরে তিনি আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অনবতি হলে তাঁকে দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এসআই জাহাঙ্গীর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স এ কর্মরত ছিলেন। মৃত্যুর পর মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় পাঠানো হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar