
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
কভিড-১৯ (করোনাভাইরাস) ঠেকাতে দিনরাত চেষ্টা করছে বিশ্বের সেরা বিজ্ঞানীরা। কিন্তু এখনও করোনার প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হননি তারা। বিপরীতে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ঠেকাতে গো-মূত্র বিক্রিসহ, পার্টি করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হুগলির ডানকুনির দিল্লি রোডের একটি দোকানে টেবিলে সাজিয়ে গোমূত্র বিক্রি করছেন শেখ মাবুদ আলি। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে তিনি বলছিলেন, ‘একবার খেয়ে দেখুন। করোনা ছুঁতেও পারবে না!’
তিনি প্রতি লিটার গো-মূত্র ৪০০ টাকা বিক্রি হচ্ছে। আর গোবরের দাম বিক্রি করছেন কেজি প্রতি ৫০০ টাকা। তবে এক্ষেত্রে ষাঁড়ের মূত্রের দাম কিছুটা কম। ষাঁড়ের মূত্র ৩০০ টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে। আবার অনেক বিক্রেতা ১০০ বা ২০০ রুপি ছাড়ের বিনিময়ে গো-মূত্র ও গোবর বিক্রি করছে।
এর আগে দিল্লিতে ভারতের হিন্দু মহাসভা ‘গোমূত্র পার্টি’র আয়োজন করে। মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ জানান, দিল্লিতে যেন করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ‘গোমূত্র পার্টি’র আয়োজন।
Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar