
ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। এমন অবস্থায় এই ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাইরের কোনো কিছুর সংস্পর্শে না আসার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন অবস্থায় করোনা থেকে বাঁচতে এবং অনদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ব্রিটিশ নারী।
সম্প্রতি ওই নারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি জর্বিং খেলার বলের (স্বচ্ছ প্লাস্টিকের বল) ভেতরে ঢুকে লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে মরিসনের একটি সুপারমার্কেটে প্রবেশ করছেন। এবং বলের মধ্যে থেকেই তিনি কেনাকাটা করছেন। তার জিনিসপত্র ঝুড়িতে নিতে এবং সেগুলো বাসায় পৌঁছাতে একজন সহযোগী রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, প্লাস্টিকের বলের ভেতরে ঢুকে তিনি কেন কেনাকাটা করতে এসেছেন? এমন প্রশ্নের জবাবে ওই নারী জানান, এই পদ্ধতির মাধ্যমে তিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন রয়েছেন। যদিও তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar